|| ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে লাঙ্গলের নির্বাচনী প্রচারনা
প্রকাশের তারিখঃ ২৪ ডিসেম্বর, ২০২৩
আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জয়পুরহাট-১ আসনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার এমপি প্রার্থী প্রফেসর ডাঃ এ কে এম মোয়াজ্জেম হোসেন দলীয় নেতাকর্মিদের নিয়ে গনসংযোগ করেন। রবিবার জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশন সংলগ্ন উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সকাল থেকে দলীয় নেতাকর্মিদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করেন। সভা শেষে বিকালে উপজেলার আটাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহি উচাই পাথরঘাটা হযরত নাসির উদ্দিন শাহ্ (নিমাই) মাজার শরীফে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নেমে পরেন। দুপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে লাঙ্গর প্রতীকের প্রার্থী ডাক্তার সাহেব বলেন, আমি পৃথিবীর শ্রেষ্ঠ পেশা ডাক্তারী সেই ডাক্তারী পেশার মাধ্যমে ৫০ বছর এলাকার সাধারন মানুষের সেবা করেছি বাঁকি জীবন জনপ্রতিনিধি হিসাবে সেবা করতে চাই। দেশের মানুষের উন্নয়নে পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের মার্কা লাঙ্গল প্রতীকে আগামী ৭’ই জানুয়ারী একটি করে ভোট প্রার্থনা করেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-সম্পাদক ফেরদৌস আলম বাবু, পৌর জাতীয় পার্টির সভাপতি মনসুর রহমান, সাঃ সম্পাদক জুলফিকার ফেরদৌস ভুট্টু, শহিদুল ইসলাম শাহিন, আমজাদ হোসেন ও জেলা যুব সংহতির সাঃ সম্পাদক এইচ এম আওলাদ মন্ডল সহ অনেকেই।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.