|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
ডাঃ এনামুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা করেছেন ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামীলীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি
প্রকাশের তারিখঃ ২৪ ডিসেম্বর, ২০২৩
দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) আসনে ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা করেছেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি।
রাতে পাথালিয়া ইউনিয়নের ১.২ নং ওয়ার্ডের এলাকায় ডা.এনামুর রহমানের পক্ষে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা চালান তিনি।
ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ সালের ৭ই জানুয়ারির অনুষ্ঠিত হবে এর উপলক্ষে ডাঃ এনামুর রহমানের পক্ষে নৌকা প্রতীকের সমর্থনে সব ওয়ার্ডে একযোগে কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করা হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের সাভার ও আশুলিয়া ডাক্তার এনামুর রহমানের বিকল্প কেউ নেই। তাই ডাঃ এনামুর রহমান আমাদের একমাত্র প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ বাড়ানোর লক্ষ্যে নির্বাচনী প্রচারণা শুরু করা হয়েছে।
তিনি আরো বলেন, নৌকার প্রার্থী হচ্ছে শেখ হাসিনার প্রতিনিধি। নৌকা বিজয়ী হলে শেখ হাসিনা বিজয়ী হয়। আর শেখ হাসিনা বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হয়। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। নৌকায় ভোট দিলে দেশে বড় বড় উন্নয়ন হয়, দেশে শান্তিশৃঙ্খলা বজায় থাকে। আওয়ামী লীগ সরকার আছে বলেই বহির্বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর এটি একমাত্র শেখ হাসিনা সরকার থাকলেই সম্ভব হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.