|| ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি
কচুয়ায় বারৈয়ারা জমিতে রোপণকৃত বীজ আলু চুরি, এনিয়ে এলাকাবাসীর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে
প্রকাশের তারিখঃ ২৪ ডিসেম্বর, ২০২৩
চাঁদপুরের কচুয়া উপজেলা বারৈয়ারা গ্রামের কৃষক আমিনুল ইসলাম বাবুল এর জমিতে রোপণকৃত বীজ আলু গতকাল রাতে চুরি করে নিয়ে যান চুরের দল।
সরেজমিনে জমির মালিক বাবুল মিয়ার সাথে কথা বলে জানাযায়, গতকাল বিকেলে জমি চাষ শেষে কিছুসংখ্যক বদলার মাধ্যমে জমির আইলে আইলে বীজ আলু রোপণ করা শেষে বাড়ীতে আসে, সকালে জমিতে গিয়ে দেখতে পান, কৃষক বাবুল মিয়ার জমির আইলে কোন বীজ আলু নেই। তবে তিনি জানান সম্ভবত চুরেরল মধ্যরাতেই এই বীজ আলু নিয়ে যান।
জানাযায় এভাবে আজ কয়েকদিন যাবত এধরনের চুরির ঘটনা ঘটছে, এঘটনা নিয়ে এলাকার মধ্যে একটি চাঞ্চল্যকর ঘটনা বিরাজ করছেন। তাই সংশ্লিষ্ট সকল প্রশাসনের নিকট জোরালো দৃষ্টি কামনা করেন, এলাকার চাষাবাদী কৃষকগন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.