|| ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি
আমি রাজনীতি করবো শুধু আমার বিক্রমপুরের মানুষের পক্ষে-মাহী বি চৌধুরী
প্রকাশের তারিখঃ ২৪ ডিসেম্বর, ২০২৩
আমি রাজনীতি করবো শুধু আমার বিক্রমপুরের মানুষের পক্ষে-মাহী বি চৌধুরী
দ্বাদশ নির্বাচন কে ঘিরে সারাদেশেই চলছে নির্বাচনী আমেজ,পাড়া মহল্লায় দেখা জাচ্ছে প্রার্থীদের প্রচার প্রচারনা,তার ব্যাতিক্রম নেই মুন্সীগঞ্জ ১আসন (শ্রীনগর-সিরাজদিখান)এ আসনে বিভিন্ন দলীয় প্রার্থী সহ স্বত্ন্ত্র প্রার্থীর অংশগ্রহণ রয়েছে।
বিভিন্ন স্থানে প্রার্থীরা ভোটারদের লিফলেট সহ তাদের কাছে নিজেদের ভোট দেয়ার কথা জানান দিচ্ছে। এ আসনে বিকল্প ধারা বাংলাদেশ থেকে নির্বাচন করছে দলটির প্রেসিডিয়াম সদস্য ও মুখপাত্র মাহী বি চৌধুরী,শ্রীনগর ও সিরাজদিখানের বিভিন্ন স্থানের হাট, বাজারে গিয়ে ভোট চাচ্ছেন তিনি,২৪ডিসেম্বর সারাদিন ব্যাপী প্রচার প্রচারনা চালিয়েছেন তিনি,বিকেলে উপজেলার আটপাড়া ইউনিয়ন এর শিমুল তলায় তার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন পরবর্তী তে বিভিন্ন স্থানে নেমে ভোটার দের কাছে ভোট প্রার্থনা করেন,বাড়ৈগাও এ আরেকটি ক্যাম্পের ও উদ্বোধন করেন এসময় বাড়ৈগাও বাজারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলেন এবং ভোট চান।এ সময় তার সাথে অংশগ্রহন করে তার দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা।
বাড়ৈগাও বাজারে
মাহী বি চৌধুরী বক্তব্য রাখার এক পর্যায়ে বলেন 'আমি আল্লাহ কে হাজির নাজির করে বলছি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করবো না, আমি বি এন পির বিরুদ্ধে রাজনীতি করবো না,আমি কারো বিরুদ্ধে রাজনীতি করবো না
আমি রাজনীতি করবো শুধু মাত্র আমার বিক্রমপুরের মানুষের পক্ষে,বিপক্ষের রাজনীতি করবো না,আর কোন বিপক্ষের রাজনীতি চলবে না,এবার আমরা শান্তি চাই।
পরবর্তী তে বাড়ৈগাও বাজারে প্রচার প্রচারনা শেষ করে উপজেলার তন্তর ইউনিয়ন এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.