|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশের তারিখঃ ২৩ ডিসেম্বর, ২০২৩
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থী পরিষদের নবগঠিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান নগরের একটি পাঁচতারকা হোটেলে সংগঠনের সভাপতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইইউসি এর সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর লায়ন মোঃ খোরশেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন মোঃ নিজাম উদ্দিন মিজান ও যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুল হক হিরুর সঞ্চালনায় সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইইউসির মাননীয় উপাচার্য, প্রতিথযশা শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবকও শিক্ষানুরাগী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আমানুর রশীদ হিরু, কার্যকরী উপদেষ্টা সভাপতি লায়ন মোঃ সাখাওয়াত হোসেন সিকদার পারভেজ, পরিষদের উপদেষ্টাবৃন্দ যথাক্রমে ইঞ্জিনিয়ার মোঃ আবু তাহের চৌধুরী, এনামুল হক চৌধুরী, রফিকুল ইসলাম চৌধুরী, আকতার কামাল চৌধুরী, মোজাম্মেল হক, হেলাল উদ্দিন চৌধুরী, তুষার কান্তি বড়ুয়া, রফিকুল ইসলাম, আতিকুর রহমান মামুন, জসিম উদ্দিন, শহীদুল্লাহ কায়সার ও মোসাদ্দেকুর রহমান সিকদার আজাদ সহ প্রমুখ। বক্তব্য রাখেন শামসুল ইসলাম, আরিফুর রহমান সুমন, জোবায়েদ এরফান চৌধুরী, লায়ন মোঃ আমান উল্লাহ, ফয়সাল মোঃ গিয়াস উদ্দিন সুমন, এরশাদ আলী চৌধুরী, এরশাদ হোসেন হিরু, নুরুল আলম, শহিদুল ইসলাম, ইমন দাস, ডাঃ রুস্তম আলী রোকন, তানজিনা চৌধুরী, সোলতানারা বেগম রিকু, ইমরান বিন আউয়াল প্রমুখ। প্রধান অতিথি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ কার্যকরী কমিটির সদস্যদের শপথ পাঠ করান। তিনি তার বক্তব্যে স্কুলের উন্নয়নে, দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.