|| ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি
নওগাঁয় গভীর রাতে বাড়িতে ঢুকে গোলাম মোস্তফাকেছুরিকাঘাতে এক যুবককে মৃত্যু
প্রকাশের তারিখঃ ২৩ ডিসেম্বর, ২০২৩
নওগাঁর মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে গোলাম মোস্তফা (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের কর্ণপুর হঠাৎপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার পূর্বরাত আড়াইটায় গোলাম মোস্তফা ঘুমিয়ে থাকার সময় তার ঘরের ভিতর জানালা দিয়ে কয়েকজন লোককে দেখতে পেয়ে তার শাশুড়ি চিৎকার শুরু করেন। এসময় ওই লোকেরা পালিয়ে যাবার চেষ্টা করলে ঘুম ভেঙ্গে গোলাম মোস্তফা তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলেন। তাকে ছাড়াতে তার সহযোগীরা পিছন থেকে মোস্তফার পিঠে কয়েকবার ছুরিকাঘাত করে পালিয়ে যেতে সক্ষম হয়। ছুরিকাঘাতে মোস্তফা মারাত্মক জখম হন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, তিনি ও মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠান। এই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে থানায় নেয়া হয়েছে বলেও জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.