|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশের তারিখঃ ২২ ডিসেম্বর, ২০২৩
নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের লক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল উচ্চ বিদ্যালয়, কারিগরি (ভোকেশনাল) ও মাদ্রাসা শ্রেণী শিক্ষকদের অংশ গ্রহনে ৭’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় গত সোমবার পাঁচবিবি লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যায়লে প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। উপজেলার ৪৬টি উচ্চ বিদ্যালয়, ২৬টি মাদ্রাসা ও ৩টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৭৮’জন শিক্ষক/শিক্ষিকা ৭’দিনের এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান বলেন, নতুন বছর থেকে ৮ম ও ৯ম শ্রেণীর পাঠ্যপুস্তকে কিছু নতুন শিক্ষা বিষয় অধ্যায়নে সংযোজন করা হয়েছে। ৪৭’জন মাষ্টার ট্রেনার শিক্ষার্থীদের সিলেবাসে সংযুক্ত নতুন বিষয়টি শ্রেণীকক্ষে সহজে জ্ঞান অর্জন ও আয়োত্ত করতে পারেন এজন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও, জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.