|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
পটুয়াখালীর দুমকীতে অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন!!
প্রকাশের তারিখঃ ২২ ডিসেম্বর, ২০২৩
পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি মৌজার চর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা মেসার্স হাওলাদার ব্রিকস্ নামের ইট ভাটাটি ২১.১২.২৩ইং তারিখ রোজ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে দুমকী উপজেলা প্রশাসন।
উচ্চ আদালতের নির্দেশে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল অভিযান চালিয়ে ভাটাটির আংশিক ধ্বংস এবং বাকি স্থাপনা ১৫ দিনের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেন।
মেসার্স হাওলাদার ব্রিকস্ ইটভাটাটি বাউফল উপজেলা পরিষদ প্রভাবশালী চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ছেলে বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান হাওলাদারের। অবৈধ ওই ইটভাটা বন্ধে বাউফলের রাজনগর এলাকার জনৈক মো: জাকির হোসাইন ঢাকার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট বিভাগের ১৮২২০/২০১৭নম্বর রিট পিটিশনের আদেশে দুমকী উপজেলার চরগরবদি মৌজায় মেসার্স হাওলাদার ব্রিকস্ অবৈধ ঘোষনা করে তা বন্ধের নির্দেশ দেন। আদালতের ওই নির্দেশ পেয়ে এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের লোক দেখে ভাটার লোকজন পালিয়ে যান। এ সময় প্রশাসনের নিয়ে যাওয়া এক্সকাভেটর যন্ত্র দিয়ে ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। ভাটার পাশে রাখা বিপুল পরিমাণ কাঁচা ইটও নষ্ট করা হয়।
ইট ভাটার স্বত্বিধিকারী বগা ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।
দুমকী উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল বলেন, আমরা আদালতের আদেশের চিঠি পেয়ে অবৈধ ওই ইটভাটায় অভিযান চালিয়ে তা ভেঙ্গে দিয়েছি।
প্রসঙ্গত, এর আগেও ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে দু’দফায় ওই ইটভাটাটি ভেঙ্গে দিলেও রহস্যজনকভাবে ফের তা চালু করে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন মালিক পক্ষ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.