|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
দুবাই প্রবাসী দিবস পালনের উদ্যোগ :কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাত
প্রকাশের তারিখঃ ২২ ডিসেম্বর, ২০২৩
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাত।
প্রথম জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে দুবাই কনস্যুলটে ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে।
এই আয়োজনের মধ্যে রয়েছে, প্রবাসে মহিলা লেবার ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, শীত বস্ত্র বিতরণ, বিভিন্ন লেবার ক্যাম্প পরিদর্শন, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ, কল্যাণ বোর্ডের সদস্য সেবার ক্যাম্পিং ও লিফলেট বিতরণসহ প্রবাসী স্কিমে সহজে প্রবাসীরা যাতে যুক্ত হতে পারে সে বিষয় অবহিতকরণ।
এই দিবস উপলক্ষে দুবাই কনস্যুলেটের শ্রম সচিব আবদুস সালাম জানান, সেবা প্রার্থীদের জন্য বিশেষ ডেস্ক চালু করা হবে।
এই ডেস্কের মাধ্যমে প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র কল্যাণ বোর্ডের আইডি কার্ড, ভিসা স্ট্যাম্প দ্রুত সম্পূর্ণ করতে পারবে।
তিনি বলেন, প্রবাসীদের কল্যাণ ও মর্যাদা আমাদের অঙ্গীকার। স্মার্ট বাংলাদেশ গড়ায় তারা সমান অংশীদার, এই প্রতিপাদ্য নিয়ে কমিউনিটি ও কনস্যুলেটে কর্মকর্তাদের নিয়ে যথাযথ মর্যাদায় এই দিবসটি পালন করা হবে। তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.