|| ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে বাস চাপায় এক পথচারী নিহত
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টার সময় উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর মদনহাট টেম্পো স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, ফেনী থেকে চট্টগ্রামগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে, এসময় গাড়ীর চাপায় দোকানের পাশে রাস্তায় দাঁড়ানো এক পথচারী নিহত হয়। এতে আরও দুই বাস যাত্রীসহ আহত হয় তিন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত ব্যক্তি হলেন, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ শীতলপুর গ্রামের বরদা দাসের পুত্র সুধীর দাস(৬৮)। বিষয়টি নিশ্চিত করে বারোআউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, এ ঘটনায় বাসটি আটক করে থানা হেফাজতে রাখা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.