|| ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি
নবীনগরে চায়ের দোকানির অর্ধগলিত লাশ উদ্ধার
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের লাউরফতেহপুর বাজারে দীলিপ চন্দ্র সরকার (৫০) নামক এক চায়ের দোকানির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এই লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার লাউরফতেহপুর গ্রামের মৃত রমেশ চন্দ্র সরকারের ছেলে এবং লাউরফতেহপুর বাজারের একজন চায়ের দোকানদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ১৫ দিন ধরে তার চায়ের দোকান বন্ধ ছিল পরিবারের লোকজন প্রাথমিক ভাবে ধারণা করে ছিল অনেক ধারদেনা থাকায় হতাশ হয়ে হয়তো অন্যত্রে চলে গেছে।পরে আজ তার চায়ের দোকান থেকে দূর্গন্ধ আসতে থাকলে সন্দেহ হওয়ায় পরিবারের লোকজন তা খোলে তার অর্ধগলিত লাশ দেখতে পায়।খবর পেয়ে নবীনগর থানা পুলিশ মৃতের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।
এবিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.