|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
জনগনের ভালবাসা আমার সাথে আছে”জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী (শামীম হক)
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২৩
দিনরাত একাকার করে নির্বাচনীয় প্রচারণায় মানুষের দ্বারে দ্বারে নৌকার পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান জেলা আওয়ামী লীগের সভাপতি, ফরিদপুর-৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী শামীম হক।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘিরে নানান ষড়যন্ত্র উপেক্ষা করে, সকল ধরনের জল্পনা কল্পনার মধ্যে থেকে ও নিজেকে জনগনের মাঝে বিলিয়ে দিয়েছেন তিনি।
নির্বাচনীয় কার্যক্রম শুরু থেকেই একটি কুচক্রীয় মহল দ্বারায় নানান ভাবে ষড়যন্ত্রের শিকার হন তিনি।তবে ফরিদপুরে জনগণের ভালোবাসা,দোয়া থাকায় কোন ষড়যন্ত্র তাকে দাবিয়ে রাখতে পারেনি। সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিয়ে নৌকার মনোনীত প্রার্থী হয়ে ফরিদপুর বাসীর মাঝে ফিরে এসেছেন।
ফরিদপু সকল ওয়ার্ড, ইউনিয়ন, হাটবাজার গ্রামগঞ্জে দিনে রাতে নৌকার প্রতীক নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দিক তুলে ধরেন। শত্রু মিত্র নেই যেকোন বিপদগ্রস্তর মানুষের পাশের ছায়ার মত হাজির হয়ে তাদের কে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে শহরতলী চক বাজার এলাকায় নির্বাচনীয় প্রচারের সময় শামীম হক সাংবাদিকদের বলেন,জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে।এ উন্নয়নের অব্যাহত ধারাকে ধরে রাখতে হলে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।
বিএনপি'র সম্পর্কে বলেন জনগণ বিএনপি'র হরতাল অবরোধে জনগণ সাড়া দিচ্ছে না।তারা হরতাল অবরোধের নামে দেশে অরাজকতা সৃষ্টি করেছেন। জ্বালাও পোড়াও এর নামে নাশকতা সৃষ্টি করেছেন, মানুষের জান মালের ক্ষতি করেছেন পরিবহনে আগুন দিচ্ছেন,এমনকি ট্রেনেও আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারছেন।
এই রাজনীতির নামে এই সহিংসতা জনগন আর চাইনা।
তিনি তার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী প্রসঙ্গে বলেন,
আমাকে নির্বাচন থেকে ব্যাহত করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমাকে নির্বাচন করতে না দেওয়ার জন্য একের পর এক মামলা দেয়া হয়েছে। আমার প্রার্থীতা বাদ করার জন্য। আমি সত্যের পথে থাকায় মহামান্য সুপ্রিম কোর্ট আমার পক্ষে রায় দিয়েছেন এবং সেই অনুযায়ী আমি নির্বাচন করছি। আমি গতকাল আমার মার্কা পেয়েছি এবং নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি। তারা বিভিন্ন ভাবে আমার কর্মীদের হয়রানি করে চলছে।আগামী ৭ তারিখে ব্যালটের মাধ্যমে এর জবাব দেওয়া হবে। ফরিদপুর এই আসনে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।এবং এই ফরিদপুরকে একটি স্মার্ট ফরিদপুর গড়ে তোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌর মেয়র
অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুল হক, এস এম ইসাহাক কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক নজরুল ইসলাম হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার সহ প্রমূখ
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.