|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
মধুপুরে দ্বাদশ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২৩
টাঙ্গাইলের মধুপুরে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আগারগাঁও ঢাকা এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২০ডিসেম্বর)সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কায়ছারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, ময়মনসিংহ আঞ্চলিক সিনিয়র নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী, টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জাকির হোসাইন, মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান সহ ভোটগ্রহণ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন।
কর্মশালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি, আইনশৃঙ্খলা, প্রিজাইডিং কর্মকর্তাদের দায়িত্ব পালন নিয়ে আলোচনা করা হয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষে প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথ ভাবে দ্বায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.