|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ড.মোহাম্মদ শামসুল হক ভূঁইয়ার নির্বাচনী আলোচনা সভায় জনতার ঢল
প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২৩
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ,চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে বিজয় করার লক্ষ্যে নির্বাচনী আলোচনা সভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৭ ডিসেম্বর রবিবার বিকালে ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া ওল্ড স্কিম দাখিল মাদ্রাসা মাঠে উক্ত আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দিতে গিয়ে নেতাকর্মীরা বলেন, গত ৫ বছরে প্রত্যাশা অনুযায়ী এই এলাকায় তেমন কোনো উন্নয়ন হয়নি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন করার সুযোগ দিয়েছে তাই আমরা ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে ভোট দিয়ে নির্বাচিত করব।
উল্লেখ্য, এই নির্বাচনী এলাকার অধিকাংশ নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের দাবী, বিগত নির্বাচনগুলো থেকে এবারের নির্বাচন হবে ভিন্ন ও প্রতিযোগিতামূলক। এই নির্বাচনে যোগ্য প্রার্থীরা তাদের মুল্যায়ন পাবেন। তাই তারা তাদের প্রিয় নেতা চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী
ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে বিপুল সংখ্যক ভোটের মধ্যে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস বেগ,চেয়ারম্যান মোঃ বুলবুল আহম্মেদ,সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপিঃ সদস্য আহসান উল্লাহ,উপজেলা যুবলীগের সদস্য এস এ বাবু ভূঁইয়া,২ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাজান হাজী,সুলতান মাহমুদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল পাটওয়ারী,মাসুদ আমিন,৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্ছু মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন রবিন,শরিফুল ইসলাম হিরা,পান গোপাল দত্ত সহ প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন,নূর নবী, আমির হোসেন,জসিম শেখ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদী হাচান রাছেল,মোরশেদ পাটওয়ারী,নোবেল দেওয়ান, প্রমূখ সহ উপজেলা ও ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.