|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে “বিজিবি দিবসে”বিএসএফকে মিষ্টি উপহার
প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২৩
বর্ডার গার্ড বাংলাদেশ, (বিজিবি) দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। বুধবার দুপুরে হাটখোলা সীমান্তের ২৮১ মেইন পিলারের ১৫ সাব পিলার এলাকায় বিজিবি’র হাটখোলা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার দেলোয়ার হোসেন বিএসএফের চকগোপাল ক্যাম্প কমান্ডার কে কে যাদবকে মিষ্টি উপহার দেন। এসময় বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি ক্যাম্প কমান্ডার দেলোয়ার হোসেন বলেন, বিজিবি দিবস উপলক্ষ্যে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান ভুঁয়ার পক্ষে বিএসএফ-১৩৭ ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে চকগোপাল ক্যাম্প কমান্ডারের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। তিনি আরো বলেন, দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব গুলিতে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। এতে সীমান্তে দ্বায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.