|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
না ফেরার দেশে চলেগেলেন বাজুয়া -৬ নং ওয়ার্ডের সমাজ সেবক জগবন্ধু বাওয়ালী।
প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২৩
খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়নের ০৬ ওয়ার্ডের
জগবন্ধু বাওয়ালী (৭১) ১৯ ডিসেম্বর রাত ৯-১২ মিনিটের দিকে পৃথীবি ছেড়ে চলে গেলেন।মৃত্যু কালে তিন পুত্র, বিকাশ বাওয়ালী,অসিম বাওয়ালী,রাজীব বাওয়ালী ও তিন পুত্রবধু সহ অসখ্য গুণগ্রাহী রেখে মারা গেলেন।
জগোবাওয়ালী একজন সমাজ সেবক ছিলেন।
তিনি দির্ঘদিন যাবৎ যক্ষা জনীত রোগে ভুগছিলেন। ভারত ও দেশে বড় বড় ডাক্তার দেখিয়ে কোন সুফল মিলেনী।অবশেষে পৃতিবীর মায়া ত্যাগ করে সকল কে কাদিয়ে না ফেরার দেশে চলেগেলেন।মৃত্যু খবর পেয়ে তাকে এক নজর দেখার জন্য ছুটে আসেন এলাকার লোক সহ অসংখ্য গুণগ্রাহী। তার মৃত্যুতে এলাক্য় শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.