|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে নাশকতার মামলায় ইউপি সদস্য কারাগারে
প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২৩
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হযরত আলী বিপ্লব ওয়াসীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান। এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ওয়াসীরের নিজ উপজেলার মিনাবাজার (রুপার খামার) থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, চলতি বছরের নবেম্বর মাসে তার বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। সেই মামরায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।
ওসি বলেন, নাশকতার মামলায় গতরাতে তাকে উলিপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.