|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শেষ হলো দুবাই কনস্যুলেটের দ্বিতীয় বইমেলা ও বিজয় উৎসব
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৩
দুবাই কনস্যুলেটের দ্বিতীয় বইমেলা ও বিজয় উৎসব
১৫ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে শুরু হওয়া দুবাই কন্সুলেটের দ্বিতীয় বইমেলা ও বিজয় দিবস উৎসব শেষ হয় ১৭ ডিসেম্বর রোববার মাঝরাতে। প্রবাসী দর্শনার্থীদের পদভারে প্রানবন্ত ছিল দুবাই বাংলাদেশ কনস্যুলেট মেলা প্রাঙ্গণ।
বাংলাদেশী প্রবাসীরা তাদের ভাষা তৃষ্ণা মেটাতে, দেশপ্রেমের টানে বাঙালির মনপ্রাণের অনুভূতি আদান-প্রদানে এ বইমেলা ও বিজয় উৎসবে মুখর ছিল। এবারের বইমেলা জ্ঞানপিপাসু বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়েছিল। কবি, লেখক, পাঠক এবং দর্শনার্থীদের সমাগমে সরগরম ছিল মেলাপ্রাঙ্গণ।
সরেজমিনে দেখা যায়, নতুন নতুন বইয়ের তাজা ঘ্রাণ নিতে অনুমোদিত স্টলে স্টলে ঘুরে ঘুরে সব বয়সী মানুষেরা নিজেদের পছন্দমত বই কিনেছেন। কেউবা স্টলের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বইয়ের পাতা খুলে দেখেছেন। কেউবা মুহূর্তটাকে ক্যামেরাবন্দিও করে রেখেছেন। কেউবা এসেছেন ছুটির দিনে মেলায় আপনজনদের নিয়ে ঘুরেফিরে সময় কাটাতে।
রবিবার ছিল মেলার শেষ দিন ও দুবাইয়ের সপ্তাহিক ছুটিরদিন। ছুটির দিন হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। বিকাল থেকে মাঝরাত অবধি বইমেলায় বেশ সমাগম ছিল। মেলার শুরু থেকে শেষ পর্যন্ত সব বয়সী মানুষ, লেখক, পাঠক, সাংস্কৃতিক কর্মী, প্রবাসী শিক্ষার্থীদের প্রচণ্ড ভিড় দেখা যায়। মেলায় ৫২তম বিজয় দিবস উপলক্ষে ৫২ শতাংশ মূল্য ছাড় ছিল স্টলে স্টলে।
বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশ ঘটাতে দেশীয় অনুষ্ঠানের পাশাপাশি এ সুদূর প্রবাসে বাংলা সাহিত্য মেলাসহ প্রবাসীদের উপকারী নানাবিধ উদ্যোগ আগামীতে আরও বেশি বেশি নেবেন বলে আশা করেন মেলায় আসা প্রবাসীরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.