|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
মতলবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিভাবক সদস্য নির্বাচিত
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৩
মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকায় তাঁরা নির্বাচিত হন।
১৮ ডিসেম্বর সোমবার বিকাল ৫ টায় প্রিজাইডিং অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটোয়ারী এই ঘোষনা করেন।
বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত অভিভাবক প্রতিনিধিরা হলেন মোঃ আল মহসীন প্রধান, মোঃ নাজমুল হক সরকার, মোঃ মাঈনউদ্দিন, মোঃ হারুনুর রশিদ এবং মহিলা অভিবাভক সদস্য মুক্তা আক্তার । দাতা সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ ইকবাল হোসেন সরকার, শিক্ষক প্রতিনিধি মোঃ নুরুজ্জামান, মোঃ মনির হোসেন ও কুহিনুর আক্তার। এ সময় উপস্হিতি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কবির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ মনির হোসেনসহ শিক্ষক শিক্ষিকারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন জানান, নির্বাচিত অভিভাবক প্রতিনিধিদের সাথে নিয়েই ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.