|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান মাসুদ উদ্দিন চৌধুরী এমপি
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৩
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে জাতীয় পার্টির প্রার্থী লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, সোনাগাজী ও দাগনভুঞা উপজেলার শান্তি ও উন্নয়নে পাঁচ বছর কাজ করেছি। আরও অনেক অসমাপ্ত কাজ করতে লাঙ্গল মার্কায় ভোট ও দোয়া চাই। সাধারণ ভোটারদের কেন্দ্রে আনতে মানুষের ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করতে হবে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি চরমজলিশপুর ইউনিয়নের কুঠির হাট বাজার থেকে গণসংযোগ শুরু করে বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার, কাজীর হাট বাজার, কারামতিয়া বাজার, মঙ্গলকান্দি ইউনিয়নের বক্তারমুন্সী বাজার, ডাকবাংলা, লকুরটেক, চরছান্দিয়ার জমাদার বাজার, ওলামা বাজার, মতিগঞ্জ ইউনিয়নের মতিগঞ্জ বাসস্ট্যান্ড, কাশ্মীর বাজার, সোনাগাজী পৌর শহর, সদর ইউনিয়নের নজরুল প্রাইমারি, মনগাজী বাজার ও ভৈরব চৌধুরী বাজারে গণসংযোগ করে সুলাখালীর নিজ বাড়ীতে ফিরেন তিনি।
বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন মাসুদ চৌধুরী এসময় মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন বিজয়ের উদ্যোগে ২৬৭টি ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
গণসংযোগকালে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার (ভিপি জহির), যুগ্ন-সম্পাদক মোশারফ হোসেন মৃধা, সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ন সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ সহ
এতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা ও বিভিন্ন উপজেলা জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.