|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুর-৩ বিএসপির প্রার্থী দেলোয়ার হোসেন দুলাল পেলেন (একতারা) প্রতীক
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত ফরিদপুর- ৩ আসন (সদর) একতারা প্রতীক নিয়ে নির্বাচন করবেন মোঃ দেলোয়ার হোসেন (দুলাল)।
গতকাল সোমবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুল আহসান তালুকদার।
প্রতীক পেয়ে মোঃ দেলোয়ার হোসেন দুলাল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িকতা প্রতিরোধী পার্টি (বিএসপি) একটি ইসলামি রাজনৈতিক দল। দলটির লক্ষ্য হল বাংলাদেশের জনগণের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহযোগিতা প্রতিষ্ঠা করা। দলটি ইসলামের শান্তিপূর্ণ ও সহনশীল বার্তা প্রচার করে।বিএসপি ধর্মনিরপেক্ষতাকে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সমর্থন করে। বিএসপি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে। দলটি মনে করে যে, সামাজিক ন্যায়বিচার ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহযোগিতা সম্ভব নয়।
গণতন্ত্র: বিএসপি-এর নীতিমালায় বলা হয়েছে যে, "বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। সকল নাগরিকের মতামত প্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকার নিশ্চিত করা হবে।"বাংলাদেশের জনগণের অধিকার ও সুযোগ-সুবিধার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। দলটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহযোগিতা প্রতিষ্ঠার জন্য কাজ করে এবং বাংলাদেশের একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
মোঃ দেলোয়ার হোসেন দুলাল আরো বলেন,
আমি প্রার্থী হিসেবে আমার এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি। আমার কাছে মনে হয়েছে আমি ব্যাপক সাড়া পেয়েছি। আর
এটা আমার জন্য দোয়া আশীর্বাদ ছাড়া আর কিছু নয়,।,আমি আমার সবটুকু দিয়ে আমার ফরিদপুর বাসীর জন্য কাজ করে যেতে চাই,তাদের সুখ দুঃখের সাথী হয়ে পাশে থাকতে চাই। এই শহরটাকে একটি আদর্শ শহর হিসাবে গড়ে তুলার ক্ষেত্রে আমি আপনার দোয়া, ভালবাসা চাই,এবং আপনাদের মূল্যমান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.