|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে র্যাবের জালে মাদক ব্যবসায়ী
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৩
সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল ৩৭৫’পিচ বুপ্রেনরফিন নেশা জাতীয় ইঞ্জেকশন সহ সাইফুল ইসলাম রায়হান (৫০) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে সাইফুল ইসলাম রায়হান (৫০)।
জয়পুরহাট র্যাব-৫ কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক বলেন, বেশ কিছুদিন থেকে র্যাবের গোয়েন্দা সদস্যরা সাইফুলের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। এরই ধারাবিহকতায় মঙ্গলবার সকাল সাড়ে ৭’টায় সাইফুলকে উপজেলার উত্তর গোপালপুর সীমান্ত এলাকা থেকে জব্দকৃত মাদকগুলো ক্রয়-বিক্রয়ের সময় র্যাব সদস্যরা হাতেনাতে আটক করে। পরে মাদক আইনের মামলায় তাকে পাঁচবিবি থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.