|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁর মান্দায় ওষুধ ব্যবসায়ীদের সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৩
ভেজাল ও নিম্নমানের ওষুধ বর্জনসহ সরকার নির্ধারিত মূল্যে মানসম্পন্ন ওষুধ বিক্রির নিশ্চায়তা প্রদানের লক্ষ্যে নওগাঁর মান্দায় ওষুধ ব্যবসয়ীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেমিষ্টস্ এণ্ড ড্রাগিষ্ট সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও নওগাঁ জেলা শাখার সভাপতি আতাউর রহমান খোকা।
বাংলাদেশ কেমিষ্টস্ এণ্ড ড্রাগিষ্ট সমিতি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মেসার্স হাসান ফার্মেসির স্বত্ত¡াধিকারী আবুল কাসেম।
অনুষ্ঠানে বক্তব্য দেন, কেমিষ্টস্ এণ্ড ড্রাগিষ্ট সমিতি নওগাঁ জেলা শাখার সহ সভাপতি কাজী সাদেকুর রহমান লিংকন, মান্দা উপ-শাখা কমিটির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহিন ও জয়নাল আবেদীন, সদস্য শহিদুল ইসলাম খন্দকার।
শেষে আবুল কাসেমকে সভাপতি ও মাহবুব আলম শাহিনকে সিনিয়র সহ সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট কেমিষ্টস্ এণ্ড ড্রাগিষ্ট সমিতি মান্দা উপ-শাখা কমিটি গঠন করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.