|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
চাঁদপুর মেঘনা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৩
চাঁদপুর চট্টগ্রাম রেলপথে সাগরিকা এক্সপ্রেস ও আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস নামে বর্তমানে দু’টি রেলগাড়ীই নিয়মিত চলাচল করছে। চাঁদপুরমুখী আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে গাড়ীর কাঁচ ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। এতে করে রেলগাড়ীটির যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
১৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ফেনী স্টেশনে প্রবেশ করার আগ মুহুর্তে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের এসএসটিএল মোহাম্মদ রবিউল হাসান।
তিনি বলেন, আমি নিজেও এখন মেঘনা ট্রেনে রয়েছি। বিকালে শত শত যাত্রী নিয়ে চট্টগ্রাম হতে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যায় ফেনী স্টেশনে পৌঁছানোর আগ মুহুর্তে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গাড়ীটি পাথর নিক্ষেপ শুরু করে। তবে ট্রেন সেখানে না থেমে চলন্ত থাকায় যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, মূলত দুর্বৃত্তের দল ৯১৬৫ বগিটিতে পাথর ছুঁড়েছে। এতে ট্রেনের ওই বগির উভয় পাশের জানালার কাঁচ ভেঙ্গে যায়। তবে কেউ এ ঘটনায় আহত হয়নি এবং সবাই মুহুর্তেই দৌঁড়ে নিরাপদ স্থানে সড়ে যায়। আশাবাদী যথাসময়েই ট্রেন চাঁদপুরে পৌঁছাবে। আমার মতে রাষ্ট্রীয় সম্পদ এই ট্রেন রক্ষায় সকলকে সচেতন হতে হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.