|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রাম রংপুর রেললাইনের নাট খুলে নিয়েছে দূর্বৃত্তরা
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৩
কুড়িগ্রাম রাজারহাটে কুড়িগ্রাম রংপুর রেললাইনের ঠাঁটমারী বদ্ধভূমি এলাকার রেল সেতুর লাইনের কিছুসংখ্যক হুক বোল্ট (নাট) চুরি করে নিয়েছে দূর্বৃত্তরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার মোঃ শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও রেলসুত্রে জানা যায়, কুড়িগ্রাম রংপুর রেললাইনের ঠাঁটমারী বদ্ধভুমি এলাকায় অবস্থিত রেলসেতুর উপরের স্লিপারের নাট কে বা কারা খুলে নিয়ে যায়। এ ঘটনায় দুপুরে রেল ওয়েম্যান কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টারকে খবর দিলে তারা উপস্থিত হয়ে রেল লাইনের কাজ শুরু করে।
এঘটনায় কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার মোঃ শামসুজ্জোহা বলেন,হারিয়ে যাওয়া নাটকগুলোর স্থলে নতুন নাট বসানো হয়েছে। এখন রেল চলাচলে কোন সমস্যা নেই।
কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, ঘটনা স্থল পরিদর্শন করেছি। রেল বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি, নাট চুরির বিষয়টি নাশকতা সৃষ্টি নয়, নাটগুলো কেউ চুরি করে নিয়েছে। ঘটনাস্থলে রেল বিভাগ কাজ করেছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.