|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে এক মণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৩
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ মণ গাঁজাসহ শহিদুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ। এর ভোরে মাদক পাচারের সময় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের স্কুলের হাট-পাখির হাট সড়ক হতে ফুলবাড়ী থানার কাশিপুর গ্রামের মাদক কারবারি মোঃ শহিদুল ইসলামকে ৪০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটো রিকশাটিও জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.