|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
৩ বছর সাজার ভয়ে, ভিক্ষুক সেজে ৮ বছর পলাতক
প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২৩
কুড়িগ্রামের উলিপুরে ৩ বছরের সাজার ভয়ে ৮ বছর ভিক্ষুক সেজে পলাতক চাঁদ মিয়া নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, জেলার উলিপুর উপজেলার গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির ঘটনা ২০০৮ সালে মামলা রুজু হয়। মামলা রুজুর পর থেকে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর গত ২০১৫ সালে মহামান্য আদালত উক্ত মামলায় অভিযুক্ত উলিপুর হায়াৎখা এলাকার মোঃ চাঁন মিয়াকে ৩ বছরের সাজা প্রদান করেন। সাজার ভয়ে উক্ত আসামী বিভিন্ন জেলায় বিভিন্নভাবে ছদ্মবেশে দীর্ঘ ৮ বছর পলাতক ছিলেন।
পুলিশ আরও জানায়, পরবর্তীতে উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্নভাবে চেষ্টা অব্যহত রাখে। এরই ধারাবাহিকতায় পুলিশ উক্ত আসামীর অবস্থান সনাক্ত করে গত রোববার (১৭ ডিসেম্বর) রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষুক সেজে ভিক্ষা করার সময় তাকে গ্রেফতার করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী চাঁন মিয়া ৩ বছরের সাজার ভয়ে গত ৮ বছর ধরে ভিক্ষুক সেজে পলাতক ছিলো। উলিপুর থানা পুলিশের চৌকস তদন্তে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুড়িগ্রাম জেলা পুলিশ। অপরাধী যতই চতুরতা অবলম্বন করুক না কেন তাদের আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.