|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাপাহারে বৈদ্যুতিক তারে শক লেগে নিহত-১
প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২৩
নওগাঁর সাপাহারে বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহেল রানা (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সোহেল রানা পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি ও আশড়ন্দ মোল্লাপাড়া গ্রামের সফিউদ্দীনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩ টার দিকে উপজেলার মন্ডলমোড়ে অবস্থিত সারমিন স্টোরের মালিক শাহজাহানের বাসায় বৈদ্যুতিক ওয়ারিং করতে গিয়ে তড়িতাহত হয়ে মৃত্যুবরণ করেন বৈদ্যুতিক মিস্ত্রি সোহেল।
বৈদ্যুতিক মিস্ত্রি সোহেল তার সহকর্মীদের নিয়ে তিনতলার ছাদে পাইপ ফিট করছিলেন। এসময় অসাবধানতা বশতঃ পা পিছলে বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে তড়িতাহত হয়ে ছাদে পড়ে যায় সে। এমতাবস্থায় তার সহযোগীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। প্রাথমিক সুরতহাল রিপোর্টের জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.