|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
মাদক – খুনসহ ১৬ মামলার আসামী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২৩
কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ও খুনসহ ১৬টি মামলার দুধর্ষ আসামী শাহিনুরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছে উলিপুর থানা পুলিশ।
এর আগে রাতে কুড়িগ্রামের উলিপুরের বুড়াবুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের একটি চৌকশ টিম।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২০১২ সালে চুরি, ২০১৬ সালে জামালপুরে মাদক, ২০২০ সালে উলিপুরে খুনের মামলাসহ প্রায় ১৬টি মামলা রয়েছে। দুধর্ষ প্রকৃতির এই আসামী নানা অপকৌশলে দীর্ঘদিন পলাতক ছিল, এড়িয়ে চলেছে পুলিশের চোখ। কিন্ত আইনের হাত থেকে শেষরক্ষা হয়নি তার।
পুলিশ আরও জানায়, উলিপুর থানার একটি চৌকশ টিম দীর্ঘদিন ধরে তার গতিবিধির প্রতি লক্ষ্য পর্যবেক্ষন করেন। অবশেষে ৩টি ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ১৬ মামলার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.