|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে নবীন-প্রবীনের মিলন মেলা
প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২৩
পৃথিবীতে শত শত উদাহরণ আছে জন্মদাতা পিতামাতাই অনেক সময় আপন সন্তানের নিকটই অবহেলা ও বঞ্চনার পাত্র হয় বৃদ্ধ বয়সে। সারা জীবন কষ্ট করে শেষ জীবনে সুখ-শান্তিতে বসবাসের জন্য বাড়ি-গাড়ি করে অনেক সময় সেই বাড়িতেই জায়গা হয় না হতভাগ্য পিতামাতাদের। পড়ালেখা ও লালন-পালন করে বড় মানুষ বানানো সন্তানের কাছেই অবহেলার পাত্র হতে হয় জন্মদাতা বাবা-মার। গ্রামের শেষ বয়সের শতাধিক নারী-পুরুষ প্রবীনদের অন্তিম সময়ে একটু খুশি ও আনন্দ দেওয়ার আয়োজন করে নবীনরা। এমন আয়োজনে নবীনরাও যেমন খুশি অপরদিকে প্রবীনরাও আনন্দিত।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা চকশিমুলীয়া গ্রামে ১৭’ই ডিসেম্বর ছাত্র কল্যাণ পরিষদ এমন ব্যাতিক্রম অনুষ্ঠানের আয়োজন করেন। দিনব্যাপী গ্রামের প্রবীনদের আনন্দ দিতে প্রতিবছর বিজয়ের মাসে খেলাধুলা, গল্পের আসর, উন্নতমানের খাওয়ার আয়োজন ও অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি অর্থ প্রদান করেন নবীনরা। শেষ বয়সের লোকদের অংশগ্রহনে এমন অনুষ্ঠান দেখতে লোকজন ভিড় করেন। এ যেন নবীন-প্রবীনদের আনন্দের মিলন মেলা। পরিষদের সভাপতি ডাঃ বুলবুল আহম্মেদ বলেন, আমরাও একদিন বৃদ্ধ হব এখন থেকেই বৃদ্ধদের সম্মান শ্রদ্ধা করা এবং আনন্দ দেওয়ার এমন উদ্যোগ। উপদেষ্ঠা অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মহফেল উদ্দিন মন্ডল, গ্রামের নবীন ছেলেদের এমন আয়োজনে তাদেরকে সাধুবাদ জানায়। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আওফের হোসেন, রতনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে এলাহী, সহকারি প্রধান শিক্ষক মোতাহার হোসেন মিলন ও পরিষদের সাঃ সম্পাদক মোক্তাদির হোসেন সহ সকল সদস্য।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.