|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
ঢাকা-১৯ আসনে কে পেলেন কোন প্রতীক
প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শেষ হয়েছে।
১৮ ডিসেম্বর, সোমবার সকাল ১০টা থেকে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।
প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনিসুর রহমান। ঢাকা-১৯ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ধারাবাহিকভাবে ঢাকা-১৯ আসনে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া)
১. ডা. এনামুর রহমান, আওয়ামী লীগ (নৌকা)
২. তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, স্বতন্ত্র (ঈগল)
৩. মিলন কুমার ভঞ্জ, বাংলাদেশ কংগ্রেস (ডাব)
৪. নুরুল আমিন, গণফ্রন্ট (মাছ)
৫. মুহাম্মদ সাইফুল ইসলাম, স্বতন্ত্র (ট্রাক)
৬. মাহবুবুল হাসান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ)
৭. আইরিন পারভীন, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল)
৮. ইসরাফিল হোসেন সাভারী, এনপিপি (আম)
৯. মো. জুলহাস, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা)
১০. সাইফুল ইসলাম মেম্বার, বিএনএম (নোঙ্গর)
এদিকে আজ প্রতীক পাওয়ার পর প্রচার-প্রচারণায় মাঠে নামছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.