|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
আজ বাংলাদেশে কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন
প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২৩
বাংলাদেশে কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়
অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা কর্মচারী, বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে মান্যবর কনসাল জেনারেল বলেন, "সংযুক্ত আরব আমিরাত বর্তমানে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছে।
এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা অভিবাসীদের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।
বাঙালি কমিউনিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাবো- রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধি করার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন।"
কাউন্সিলর (শ্রম) মোঃ আব্দুস সালাম এর সঞ্চালনায় আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভায় ইঞ্জিনিয়ার মোঃ আবু জাফর চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ, আবুল কাশেমসহ কনসুলেটের কর্মকর্তাবৃন্দ -আশীষ কুমার সরকার, মোহাম্মদ কাজী ফয়সাল ও শাহনাজ পারভীন আলোচনায় অংশগ্রহণ করেন।
(সবার আগে সর্বশেষ সংবাদ দেখতে ডিজিট করুন দৈনিক বাংলার অধিকার)
আগামী ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস যথাযথ অনুষ্ঠানসূচির মাধ্যমে পালন করা হবে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.