|| ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে যুব ফাউন্ডেশন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০২৩
জামালপুরের বকশীগঞ্জে “মানবতার সেবায় আমরা ঐক্যবদ্ধ” স্লোগান নিয়ে যুব ফাউন্ডেশন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (১৭ ডিসেম্বর) বাট্টাজোড় ইউনিয়নের ফজিলত পাড়া গ্রামে ফজিলত পাড়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে স্থানীয় এলাকার শিশু, শিক্ষার্থী , নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন।
দুপুর ২ টায় ফজিলত মাজহারুল ইসলাম আকন্দের সঞ্চালনায় এবং ফজিলত পাড়া যুব ফাউন্ডেশনের সভাপতি ও গার্মেন্টস ব্যবসায়ী মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা নুরুল হুদা আকন্দ ।
এতে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আসাদুজ্জামান তুহিন তালুকদার, রফিকুল ইসলাম আকন্দ, শাহজাহান মাস্টার, জাকিউল হক জামিল , ইমরান আকন্দ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেনের সভাপতি মো. মাসুদ রানা জানান, ফজিলত পাড়া যুব ফাউন্ডেশন একটি মানবিক ও সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে এলাকায় সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়ে থাকে। এখন থেকে প্রতি বছর ১৭ ডিসেম্বর যুব ফাউন্ডেশন দিবস পালিত হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.