|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
দেবপুর ফাজিল মাদ্রাসার শতবর্ষ উদযাপন লোগো উম্মোচন
প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০২৩
ফেনীর ছাগলনাইয়া ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শতবর্ষ উদযাপনের লোগো উম্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে শনিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে শতবর্ষ উদযাপন উপলক্ষে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান মজুমদারকে আহবায়ক ও বিদ্যোৎসাহী সদস্য প্রকৌশলী এম হোসাইন পাটোয়ারী মিলনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
এসময় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী হাসান মাহমুদ, অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহাম্মদ মজুমদার, প্রভাষক আবদুল হালিম, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, নিজাম উদ্দিন মজুমদার সজীব, প্রাক্তন ছাত্র নাসির উদ্দিন, ব্যবসায়ি আবদুল হালিম প্রমূখ।
উল্লেখ্য যে, ১৯২৪ সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। সভায় ২০২৪ সালের ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহে শতবর্ষ উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.