|| ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি
গভীর রাতে শীতার্তদের পাশে জেলা প্রশাসন
প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০২৩
উত্তরবঙ্গের মধ্যে হিমালয়ের পাদদেশে দিনাজপুর জেলা। এই জেলায় কয়েকদিন ধরে তাপমাত্রা উঠানামা করছে। জেগে বসতে শুরু করেছে শীত। এর এই সময়ে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে দিনাজপুর জেলা প্রশাসন। জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ এর সার্বিক নির্দেশনায় বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহারের কম্বল তুলে দিচ্ছেন কর্মকর্তারা।
শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের বাড়ীতে বাড়ীতে কম্বল তুলে দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.