|| ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি
সোনাগাজীর নবাবপুরে হংকং প্রবাসী ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২৩
সোনাগাজী উপজেলার নবাবপুরে হংকং প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জহিরুল হক খাঁন স্বপনের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, আমিরাবাদ বিসি লাহা স্কুল এণ্ড কলেজের দাতা সদস্য হংকং প্রবাসী ব্যবসায়ী জহিরুল হক খাঁন'কে মুঠোফোনে কল দিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ছেলে মহিম বিসি লাহা স্কুল এণ্ড কলেজের বিদ্যোৎসাহী সদস্য হিসেবে তার বাবা সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে সমর্থন না দিয়ে উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন এর ভাই গিয়াসউদ্দিন মাহমুদক কেন সমর্থন করেছে, স্বপন বলেন সেটা আমি তোমাকে বলতে বাধ্য নয়, তোমার বাবাকে কমিটির মাত্র ১জন সমর্থন করেছে বাকীরা সবাই গিয়াসউদ্দিন মাহমুদকে সমর্থন করেছে। এরপর মহিম তাকে গালাগাল করে ও দেখে নেওয়ার হুমকি দেয়।
জহিরুল হক খাঁন স্বপন ও তার বাড়ীর লোকজন জানান, ১৬ই ডিসেম্বর দুপুর আনুমানিক ১২টায় মহিম ও বাবলুর নেতৃত্বে অজ্ঞাত সন্ত্রাসীরা জহিরুল হক খাঁন স্বপনের বাড়ীতে প্রবেশ করে তাকে কিল-ঘুষি মেরে ফোলা জখম করে আহত করে এবং হুমকি ধমকি দেয়, তার স্ত্রী সহ লোকজন এগিয়ে এলে মহিম ও তার লোকজন পালিয়ে যায়, এসময় ডিল মেরে স্বপনের বাড়ীর দরজা জানালা ভাংচুর করে বলে জানিয়েছেন প্রবাসী স্বপন। সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এই বিষয়ে মহিম ও বাবলু সহ অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী জহিরুল হক খাঁন স্বপন।
অভিযোগ প্রসঙ্গে চেয়ারম্যান পুত্র মহিউদ্দিন মহিম জানান, হামলা ও ভাংচুরের অভিযোগ সত্য নয়, জহিরুল হক খাঁন স্বপন হংকং বিএনপির সভাপতি, সে তারেক জিয়ার বন্ধু, এলাকায় বিএনপির লোকজন নিয়ে গত কয়েকদিন মহড়া দিচ্ছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.