|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁর পত্নীতলা উজিপুর গ্রামে থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে চোলাই মদ তৈরি পুট ও মালামাল ধ্বংস
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২৩
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়ন এর উজিরপুর গ্রামের পাশে মাঠের মধ্যে জঙ্গলের ভেতর অভিনব কায়দায় চোলাই মদ তৈরী ও বিক্রি কারবার চলছিলো। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন এর দিক নির্দেশনায়, থানার ওসি তদন্ত সেলিম রেজার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স থানার এস আই আমিনুল, এস আই উজ্জল সহ থানা পুলিশের একটি চৌকস টিম সেখানে অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরির পুট সহ মালামাল ধ্বংস করেন।
এসময় ওসি (তদন্ত) সেলিম রেজা, সবাইকে সচেতন করে বলেন, মাদক কারবারী ও মাদক সেবীদের ছাড় দেওয়া হবে না, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এরকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.