|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২৩
খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচিরমধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। ১৬ ই ডিসেম্বর প্রত্যুষে উপজেলা পরিষদ চত্বরে একএিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করাহয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়দেবচক্রবর্তীর নেতৃত্বে সহকারি কমিশনার ভূমি পাপিয়া সুলতানা দাকোপ থানাপুলিশের অফিসার ইনচার্জ আব্দুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও চিলড্রেন পার্ক প্রিক্যাডেট স্কুলের প্রিস্নিপাল সাগর সেন সকাল সাড়ে ছয়টায় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সাড়ে আটটায়আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, শিশু কিশোরদের ক্রীড়ানুষ্ঠান। সুবিধা জনক সময়ে উপজেলার সকল মসজিদের মন্দির, গীর্জা,প্যাগোডা ও অন্যান্য উপাসনালয় জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধ শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত এবং প্রর্থনা করা হয়।স্ব স্ব প্রতিষ্ঠানে হাসপাতাল, এতিমখানা ও থানা হাজত খানায় উন্নতমানের খাবার পরিবেশন।চালনা বাজার বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ে নারীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান, উপজেলা পরিষদ চত্বরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।পরবর্তীতে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.