|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় যুব মহিলা লীগের পুষ্পস্তবক অর্পণ
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২৩
ফেনীর ছাগলনাইয়া উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক আরমিনা ফেরদৌস আইরিন, সদস্য কাজী নাজনীন সুলতানা, সেলিনা আক্তার ও লায়লা আক্তার সহ আরো অনেকে। যুব মহিলা লীগের নেত্রী আরমিনা ফেরদৌস আইরিন জানান, জেলা যুব মহিলা লীগের সভাপতি দিলআফরোজ আক্তার ও সাধারণ সম্পাদক মঞ্জিলা মিমির অনুপ্রেরণায় ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের নির্দেশনামোতাবেক ছাগলনাইয়ায় যুব মহিলা লীগের নেত্রীরা মহান বিজয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.