|| ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় ৫২ তম মহান বিজয় দিবস উদযাপিত
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২৩
কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় ৫২ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
রাজারহাট উপজেলা পরিষদে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সারা দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। উপজেলার পরিশোধে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ -ছাত্রলীগ যুবলীগ - স্বেচ্ছাসেবক লীগ - শ্রমিক লীগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।
অতঃপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়াদী বাপ্পি ও উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়। পরে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
সকাল ৯ টার সময় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উরিয়ে দিয়ে দিন ব্যাপী নানা কার্যক্রমের মাধ্যমে উদ্বোধন করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুলদিয়ে বরণ, যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এসময় বাংলাদেশ পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহণ ও ডিসপ্লে প্রদর্শন করে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.