|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
আজ পর্দা উঠবে বিজয় উৎসব ও বই মেলার
প্রকাশের তারিখঃ ১৫ ডিসেম্বর, ২০২৩
দুবাই বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে আজ ১৫ই ডিসেম্বর শুক্রবার কনস্যুলেট প্রাঙ্গনে দ্বিতীয় বারে মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় উৎসব ও বাংলাদেশ বই মেলা’২৩।
বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসীদের মাঝে তুলে ধরতে এই বইমেলা আয়োজনে করেছে বাংলাদেশ কনস্যুলেট।
তিন দিন ব্যাপি এই বই মেলা আজ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। স্থানীয় সময় বিকাল ৫ টায় আমন্ত্রিত আমিরাত ও দেশীয় কবি, সাহিত্যিক ও লেখকদের উপস্তিতিতে মেলা উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক, শিক্ষাবিদ ও লেখন ড, সৈয়দ মনজুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর। ১৬ ও ১৭ ডিসেম্বর বিকাল ৩টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জানান, ইতিমধ্যে মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলায় দেশ-বিদেশী মোট ৭০ টি স্টল থাকবে। দেশ থেকে প্রায় ২৫ টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণ করবেন। তিনি বলেন, বই মেলায় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন দেশের খ্যাতিম্যান কবি, সাহিত্যিক, লেখক এই বইমেলায় অংশগ্রহণ করবেন যারা ।
আজ প্রথম দিন কবি ও সাহিত্যিক বিএম জামাল হোসেনের ছয়টি কাব্য গ্রন্থ সহ বেশ কয়েকটি প্রবাসী লেখকের বইয়ের মোড়ক উন্মোচন হবে।
এ ছাড়া বইমেলায় প্রতিদিন নতুন বইয়র মোড়ক উন্মোচন , বইয়ের আলোচনা , সাহিত্য বিষয়ক সেমিনার, আলোচনাসভাসহ বিভিন্ন সৃজনশীল, শিক্ষামূলক অনুষ্ঠান ও বাচ্চাদের জন্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.