|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৪ ডিসেম্বর, ২০২৩
অধিক পরিমানে কৃষি পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের মানুষের চাহিদা পূরনের লক্ষে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাজিপাড়ায় কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক মাঠ দিবসটি জাকস ফাউন্ডেশন আয়োজন করেন। পিকেএসএফের অর্থায়নে মাঠ দিবস অনুষ্ঠানে এলাকার শতাধিক নারী-পুরুষ প্রান্তিক চাষীরা অংশ গ্রহন করেন।
সঠিক পদ্ধতি প্রয়োগ করে কৃষির মাধ্যমে অধিক ফলন ও লাভবান করতে কৃষকদের পরামর্শ দেন জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান। এসময় উপস্থিত বক্তব্য রাখেন জাকস ফআউন্ডেশনের প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুর আলী, আল-জাবির ও শাহাদত হোসেন শাহিন। পরে পেঁয়াজের ক্ষেত পরিদর্শন করেন কর্মকর্তারা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.