|| ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি
নবীনগরে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ ডুবা থেকে উদ্ধার।
প্রকাশের তারিখঃ ১৪ ডিসেম্বর, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডুবা থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর)সকালে নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ পশ্চিম পাড়া গোপালপুর রাস্তার পাশে একটি ডুবা থেকে অজ্ঞাত নারীর ভাসমান অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা।
পরে বিষয়টি দ্রুত স্থানীয় থানা পুলিশকে অবগত করলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,আনুমানিক ৪০ বছর বয়সী একটি সেলোয়ার কামিজ পরিহিত নারীর লাশ দেখতে পায়,মুহূর্তের মধ্যে এটি পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা এই ব্যক্তিটি হয়তো মানসিক রোগী বা প্রতিবন্ধী হতে পারে,শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।
শরীরের বিভিন্ন জায়গায় পচন ধরে গেছে। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।
পুলিশ লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে নবীনগর থানার ওসি তদন্ত সজল কান্তি বলেন,আমরা খবর পেয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠানোর ব্যবস্থা নিচ্ছি,লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তারপরও পোষ্টমর্টেম রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানতে পারবো।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.