|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
সৈয়দপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে নৌকার প্রার্থী মামুনের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ্, পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ আঃলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুনের নৌকা প্রতীকের সমর্থনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন আ.লীগে, অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শেখেরহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আ.লীগের সভাপতি ডা.আবুল হাশেম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম বাবুল, উপজেলা আ.লীগের অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা আ.লীগের সদস্য মোহাম্মদ বেলাল হোসেন, আশরাফ উদ্দিন ভূঁইয়া, উপজেলা আ.লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান হারুন রশীদ ভূঁইয়া, সদস্য আজিজুর রহমান জুয়েল, উত্তর জেলা শ্রমিকলীগের সহ- সভাপতি রবিউল হোসেন রবি, ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুদ্দৌলা বিএসসি, সহ-সভাপতি এনামুল হক নওশা, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাহাবুদ্দিন আহমেদ, ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম এবং ইউপি সদস্যবৃন্দ ও ইউনিয়ন ওয়ার্ড আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.