|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শাহরাস্তিতে আন্তর্জাতিক দুর্ণীতিবিরোধী দিবস পালন
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২৩
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন শেষে উপজেলা কৃষি অফিস সভাকক্ষে শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শাহরাস্তি উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ন রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ খাইরুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা
অফিসার আবু ইসহাক, মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তারসহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনে দুর্নীতি সম্পর্কে ব্যাপক আলোচনা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.