|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২৩
চট্টগ্রামের মিরসরাইয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় তিন দোকানিকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় মিরসরাইয়ে এক লাফে ১১০ টাকার পেঁয়াজ ১৬০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন বাজারে ক্রয় মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির খবর শুনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলার জোরারগঞ্জ বাজারের তিন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.