|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে পৌর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২৩
ফরিদপুর পৌরসভা আয়োজিত পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ১১ নং ওয়ার্ড।
প্রতিযোগিতার রানার আপ রয়েছে ২১ নং ওয়ার্ড।
আজ শনিবার বিকেলে ফরিদপুর শহরের শেখ জামাল স্টেডিয়াম টুর্নামেন্টের ফাইনাল খেলায়
অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। গত বছরও চ্যাম্পিয়ন ১১ নং ওয়ার্ড।
খেলা শেষে ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার মনোনীত প্রার্থী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীম হক।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, ও ফরিদপুর পৌরসভার কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ।
প্রতিযোগিতা চ্যাম্পিয়ন টিমের মাঝে প্রাইজমানি এক লক্ষ টাকা ও ট্রফি। এবং রানার অপ টিমের প্রাইজ মানি ৭৫ হাজার ও টফ্রি ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে প্রদান করা হয়।
প্রতিযোগিতায় সেরা গোলরক্ষক নির্বাচিত হন ১১ নং ওয়ার্ডের শাকিল, ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন ২১ নং ওয়ার্ডের শাহ আলম, সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন ২১ নং ওয়ার্ডের শান্ত, সেরা দর্শক নির্বাচিত হন আলিপুরের মনির ।
এই খেলাটি পরিচালনা করেন রেফারি নাজমুল হোসেন, সহকারী রেফারি মুস্তাফিজুর রহমান ও বীরেশ্বর মন্ডল। টুর্নামেন্টের ধারাভাষ্যকার
দের ও বিশেষ পুরস্কার দেওয়া হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.