|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২৩
উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৯ ডিসেম্বর ) শনিবার সকাল ৯টায়
জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কার্যালয়ের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রেজাউল করিম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান,জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দীকুর রহমান,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামীম আহমেদ,ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, ফরিদপুর জেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ,
এফডি এর নির্বাহী পরিচালক মোঃ আজাহারুল ইসলাম,রাসিনের সভাপতি আসমা আক্তার মুক্তা সহ সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এ সময় বক্তরা বলেন,এ বছরের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসটি পালিত হয়েছে,দুর্নীতি রোধে সকলকে একযোগে কাজ করার আহবান জানায় পাশাপাশি যার যার অবস্থান থেকে দুর্নীতি মুক্ত থাকার আহ্বান জানান। এছাড়াও সরকারী বিভিন্ন সেবা সমূহ ডিজিটাল করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে কাজ করার আহ্বান জানান। যেখানেই দুর্নীতি ও অনিয়ম পরিলক্ষিত হবে সাধারণ জনগণকে যার যার অবস্থান থেকে প্রতিরোধের আহ্বান জানানো হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.