|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
দাকোপের বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়ের সহধর্মিণী মন্দাকিনী দাসের মায়ের শ্রদ্ধ শান্তি অনুষ্ঠান সমপন্ন
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২৩
খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়ের সহধর্মিণী মস্দাকিনী রায় (দাসের) মাতা মৃনালিনী দাস (৮০)এর শ্রাদ্ধ অনুষ্ঠানে বিদেহী আত্নার শান্তি কামনায় রামায়ন গান ও ভুরিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ছয়শতাধিক অতিধি শ্র্দ্ধ শান্তি অনুষ্ঠানে উপস্হিত লক্ষ করা যায়।
আওয়ামীলীগের নেতাকর্মি, ইউনিয়ন পরিষদ সদস্য ও গনমাধ্যম কর্মিরা উপম্হিত ছিলেন।
আমাদের খুলনা বিভাগীয় প্রধান স্বপন কুমার রায় দৈনিক বাংলার অধিকারকে জানান, দাকোপের কৈলাশগজ্ঞ ইনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুনামধন্য প্রয়ত প্রধান শিক্ষক শিশির কুমার দাস এর সহধর্মিনী মৃনালিলী (৮০) বছর বয়সে পরোলোক গমনকরেছেন।
মহানগরী খুলনার রুপসা মহাশশ্বানে তাকে শেষ বারের মত দেখতে ও শ্রদ্ধা জানাতে আত্নীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী শশ্বানে জড়ো হয়। তার জামাতা বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবেক উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্মাদক,বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রী কলেজের সাবেক ভিপি, মানস কুমার রায় তার শাশুড়ি মৃনালিনী দাসের তার শাশুড়ির বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা করতে সকলের প্রতি প্রার্থনা করেন। ’
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.