|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের নতুন কমিটি ঘোষণা
প্রকাশের তারিখঃ ৮ ডিসেম্বর, ২০২৩
'মুক্তিযোদ্ধের চেতনায় গড়বো বাংলাদেশ' এই লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের চট্টগ্রাম উত্তর জেলা নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি করা হয়েছে মোঃ হিলানুল করিম চৌধুরী তাইসন ও সাধারণ সম্পাদক হয়েছেন মনিরুল ইসলাম রাফি। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের সভাপতি মুনতাসির মাহমুদ এবং সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী এক বছরের জন্য এই কমিটি চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের দায়িত্ব পালন করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।
আগামী এক বছর মেয়াদী মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের নবগঠিত কিমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ খোকন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইফ উল্লাহ। মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলা কমিটি ঘোষণা করায় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুনতাসীর মাহমুদ ও সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাকে অশেষ ধন্যবাদ জানান।
মুক্তিযুদ্ধের চেতনা লালন করে ভবিষ্যতে অর্পিত দায়িত্ব স্বচ্ছতা ও আন্তরিকতার মাধ্যমে পালনের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও গবেষণা খাতে কাজ করার ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন কমিটির নবনির্বাচিত সদস্যরা।
চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের নির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রাফি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছেন ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে।
তাই আমাদের নতুন প্রজন্মকে বেশি করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সোনার বাংলা গড়ার জন্য কাজ করতে হবে।
উল্লেখ্য যে, চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রাফি ছাত্র জীবনের শুরু থেকেই দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত।
তিনি বর্তমানে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.